সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলা প্রশাসন বাজারে নিরাপদ ও পরিপক্ক আম নিশ্চিত করতে গাছ থেকে আম নামানোর সময়সূচি নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রসাসনের সভাকক্ষে সংবাদ সম্মলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত জেল প্রসাশক শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার (১৩ মে) থেকে শুরু হয়ে আম নামানো মৌসুম চলবে ২০ আগস্ট পর্যন্ত। মূলত আজ ১৩ মে থেকে তিন ধাপে পর্যায়ক্রমে ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষণভোগ, ২৫ মে রানিপছন্দ, ২৮ মে খিরসাপাত-হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী, ২০ আগস্ট ইলমতি আম নামাতে পারবেন আম চাষিরা। এ সময় সংবাদ সম্মলনে জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।