শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
ইন্দোবাংলা প্রতিনিধি, জয়পুরহাট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট। বক্তব্য দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সহ-সভাপতি গোলাম হক্কানী, এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা প্রমুখ। বিক্ষোভ সমাবেশে জেলা আ’লীগের সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, জেলার ক্ষেতলালে উপজেলা আ’লীগের সভাপতি ইউপি. চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ও সাবেক উপজেলা আ’লীগের সহ-সভাপতি জুলফিকার আলী চৌধুরীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এসময়ে ইউপি. চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম কৌশলে ইটাখোলা বাজারে একটি দোকানের ভিতরে আত্ম গোপনে ছিলেন। হামলাকারীরা তাকে না পেয়ে তার সমর্থকদের কয়েকটা মোটরসাইকেল ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ পাহারায় আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে আলমপুর নিজ বাড়িতে পৌছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
ইন্দোবাংলা/আর. কে