বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
জয়পুরহাট প্রতিনিধি: প্রেসক্লাব জয়পুরহাট নামে নতুন সাংবাদিক সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বৈরাগীর মোড়ে অস্থায়ী কার্যালয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে বিজয় টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফাকে সভাপতি ও বাংলা টিভি-দেশ রূপান্তর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যপদে আছেন সহ-সভাপতি সোহেল আহমেদ লিও, সহ-সাধারণ সম্পাদক নাহিদ আখতার, কোষাধ্যক্ষ রাকিবুল হাসান রাকিব, দপ্তর সম্পাদক জনি সরকার, প্রচার সম্পাদক নেওয়াজ মোর্শেদ নোমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিলন রায়হান, কার্যনির্বাহী সদস্য তাহরিম আল হাসান, আনিছুর রহমান বিটন ও মাহফুজ রহমান রিভু।
জেলায় আরো রয়েছে জয়পুরহাট প্রেসক্লাব, জয়পুরহাট জেলা প্রেসক্লাব (সোলায়মান-রফিক), জয়পুরহাট জেলা প্রেসক্লাব (রাসেল-মিন্টু), জয়পুরহাট মডেল প্রেসক্লাব। এছাড়াও এ জেলায় একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে বলে জানা গেছে।
ইন্দোবাংলা/এম. আর