মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
সেলিম রেজা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট প্রদানের চেষ্টার অভিযোগে মোহাদ্দেস (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিনশিরা-গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই যুবক হলো উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবুলের ছেলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনশিরা-গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোহাদ্দেস নামে যুবক ভোটার না হয়েও ওই কেন্দ্রে প্রবেশ করে। তারপর ভোটারদের লাইনে দাঁড়ালে জাল ভোট প্রদানের চেষ্টার অভিযোগে ওই যুবককে আটক করে পুলিশ। বর্তমানে ওই যুবককে প্রিজাইডিং অফিসারের হেফাজতে তার রুমে রাখা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত আর অন্য কোন অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার মিনহাজুল ইসলাম জানান, মোহাদ্দেস নামে একজন ভূয়া ভোটারকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইন্দোবাংলা/আর. আর