বুধবার, ০৭ Jun ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন
ইন্দোবাংলা প্রতিনিধি, নাটোর ও জয়পুরহাট:
বড়াইগ্রামে দুর্ঘটনায় নিহতের নাম আমিরন
খাতুন। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার আহমেদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আমিরন আহমেদপুর গ্রামের জিন্নাতের স্ত্রী।
ঝলমলিয়া হাইওয়ের থানার ইনচার্জ এম এ মাসুদ জানান, অন্যদিনের মতো গতকাল সকালে আমিরন হাঁটতে বের হন। আহমেদপুর বাজার এলাকায় রাহেলা হাসপাতালের পাশে নিজ বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের ওপর আসা মাত্রই অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে কালাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং ওই মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। একইদিন বেলা পৌনে ২টার দিকে কালাই সোনালী ব্যাংক শাখার সামনের রাম্তায় এ দুর্ঘটনা ঘটে।
থানা-পুলিশ জানায়, ব্যাংক শাখা থেকে ছানোয়ার
হোসেন ও গোলাম মোস্তফা টাকা উত্তোলন করে
মোটরসাইকেলে করে উপজেলা সদরে আসছিলেন।
এ সময় বগুড়া থেকে জয়পুরহাটগামী একটি ট্রাক
তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিলে চিকিৎসকরা ছানোয়ারকে মৃত ঘোষণা করেন। এ
ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে।
সিকে