রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
ম্যাচের স্কোরলাইন ২-০। এটা ৪-০ ও হতে পারতো। সার্বিয়ার গোলপোষ্টে লেগে ফিরে আসে ব্রাজিলের নিশ্চিত দুটি গোল।
ম্যাচের ৬২ মিনিটে ব্রাজিল গোলোৎসব করে। বক্সে বেশ কয়েকজন সার্বিয়ান ডিফেন্ডারদের বোকা বানান। তার কাছ থেকে বল যায় ভিনিসিয়াসের কাছে। বক্সের বাম পাশ থেকে ভিনিসিয়াস জোরে শট নেন। কিন্তু সেই শট রক্ষা হয়। ফিরতি বলে আর রক্ষা হলো না সার্বিয়ার। রিচার্লিসন ঠিক বল জালে পাঠালেন।
এগিয়ে যাওয়ার পর ব্রাজিলকে যেন আক্রমণের নেশায় পেয়ে বসে। ১১ মিনিট পরে রিচার্লিসন বাইসাইকেল কিকে যে গোল করলেন নিঃসন্দেহে সেটা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সেরা গোল!
ভিনিসিয়াসের ক্রসে পেনাল্টি বক্সে বল পেয়ে যান রিচার্লিসন। কিন্তু অফ ব্যালেন্সে থাকায় শট নেওয়ার মতো পজিশনে ছিলেন না তিনি। তাৎক্ষনিক বুদ্ধিতে এক টাচে বলকে উপরের দিকে তুলেন। মূহূর্তেই শূন্যে পুরো শরীর ভাসিয়ে বাইসাইকেল কিকে শট নেন। গোলকিপার বাম দিকে ঝাঁপ দেন। কিন্তু বল জালে।
মাঠের ১১ ব্রাজিলিয়ানদের সঙ্গে আনন্দ-উচ্ছাসে ভেসে উঠে পুরো গ্যালারি। কোন সন্দেহ নেই সামনের দিনগুলোতে রিচার্লিসনের নিপুন ভঙ্গিতে করা এই গোল ফুটবল আলোচনার অন্যতম বিষয় হবে।
প্রথমার্ধেও ব্রাজিল আক্রমণ শানালো দাপট নিয়েই। কিন্তু গোলের সামনে এসেই খেই হারিয়ে বসে। গোলের পরিকল্পনা হলো। কিন্তু কার্যকর হলো কই? দুই উইং থেকে বল নিয়ে সার্বিয়ার ডিফেন্সে এলো ব্রাজিল। আড়াআড়ি ক্রসও হলো বেশ। কিন্তু গোলের শেষধাপ পার হওয়া যে হলো না! ম্যাচের প্রথম ৪৫ মিনিটে স্কোরলাইন রইল ০-০। অথচ সুযোগগুলো কাজে লাগাতে পারলে বিরতিতে যেতে পারতো ব্রাজিল ৩-০’র স্কোরলাইন নিয়ে। গোলের সুযোগ পেল ঠিকই ব্রাজিল। কিন্তু সুযোগ নষ্ট করলোও যে তারা আরো বেশি!