বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
ময়না টিভি সংবাদাতাঃ দৈনিক ভোরের দর্পন পত্রিকার বগুড়ার ধুনট উপজেলা প্রতিনিধি সাংবাদিক বাবুল ইসলামের বাবা দেলবার হোসেন শেখ (৮০) ইন্তেকাল করেছেন। রবিবার দুপুরে তিনি বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজেউন)।
রোববার রাত ৯ টায় উপজেলার মাটিকোড়া গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহজাহান আলী তালুকদার, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার আনোয়ারুল ইসলাম শাহীন, ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, এনামুল হক শাহীন, সাংবাদিক রেজাউল হক মিন্টু, মাসুদ রানা, আমিনুল ইসলাম শ্রাাবণ, জিল্লুর রহমান, কারিমুল হাসান, তারিকুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।