বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দররে কাস্টমস অফিসার কতৃক স্বর্ণ আটক। রিপোর্টেঃ আসাদুল্লাহ হাবীব আজ ০২/০৭/২০২১ খ্রি: আনুমানিক রাত ০৪:৩০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২টি স্বর্ণের দন্ডবারসহ একজন যাত্রী কে আটক করা হয়েছে। যাত্রী জনাব জসিম মিয়া (জেলা নরসিংদী) গ্রীণ চ্যানেল অতিক্রম কালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয় এবং তার নিকট কোন স্বর্ণবার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি স্বর্ণ থাকার বিষয়ে অস্বীকার করেন। পরবতীতে যাত্রীর নিকট থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়।স্ক্যানিংকালে ফুলের টবে ধাতব জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। এরপর ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফুলের টব হতে লুকায়িত অবস্হায় ২টি স্বর্ণ দন্ড পাওয়া যায়, যার ওজন প্রায় ১ কেজি ৬০০ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং উদ্ধারকৃত স্বর্ণদন্ডবার রাষ্ট্রীয় গুদামে জমা প্রদান করা হয়েছে। চোরাচালানের অভিযোগে গ্রেফতারকৃত যাত্রীকে থানায় সোপর্দ করে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
—-রংপুর প্রতিনিধি( আসাদুল্লাহ হাবিব )