সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
মাগুরা মহম্মদপুরের রাজাপুরের চরপাড়া খালপাড় সংলগ্ন ফেলা’র বাড়ির খড়ের গাদার নিচ থেকে ৪ টি স্যালো ইঞ্জিন,২ টি টিউবওয়েল,১ টি ধান মাড়াই মেশিন সহ চুরি করার প্রয়োজনীয় সরঙ্গাম উদ্ধার করেছে রাজাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩ ঘন্টার সফল অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল ফাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।এছাড়াও বাড়ির সাথে খাল থেকে একটি স্যালো ইঞ্জিনের চেসিস উদ্ধার করেছে এলাকাবাসী। এই পুলিশি অভিযানের নেতৃত্ব দেন রাজাপুর পুলিশ ফাঁড়ির চৌকস অফিসার ও ইনচার্জ জনাব অর্জুন দাস।তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।এসআই অর্জুন দাস বলেন,মামলার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।