শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
হাফিজুর রহমান হাফিজ স্টাফ রিপোর্টা ।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত দেশব্যাপি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব এর মহাসচিব ও দৈনিক আজকের বসুন্ধারা পত্রিকার সম্পাদক সোহেল রানা’র সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যরা।
শুক্রবার (০১ এপ্রিল) সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিতে ও শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল এর সঞ্চালনায় উপস্তিত ছিলেন।
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক তুহিন হোসেন, সিনিয়র সহ সভাপতি পায়েল হোসেন রিন্টু, ভোরের দর্পণ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধী সালাউদ্দিন আহমেদ,সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন,অর্থ বিষয়ক সম্পাদক আলিফ হোসেন, দপ্তর সম্পাদক রোহান খান, সাংগাঠনিক সম্পাদক আজিম হায়দার, সহ সাংগাঠনিক সম্পাদক শাহিন আহমেদ জয়,পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য ফিরোজ আহমেদ,ওমর খান,ইমরান হোসেন, রাসেল প্রমুখ। এ সময় মহাসচিব তার বক্তব্যে বলেন, সবাইকে এক হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সব সময় বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে। প্রতি হিংসা নয় সকলেন ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। আনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। অনুষ্ঠান শেষে মহা সচিবকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।