রবিবার, ০৪ Jun ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
পাটের বস্তার সঠিক ব্যবহার নিশ্চিতে কঠোর হবে সরকার -বস্ত্র ও পাট মন্ত্রী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে জমির ছবি তোলায় গণমাধ্যম কর্মীর উপরে হামলা হাতির আক্রমণ হতে মানুষের জানমাল রক্ষায় কাজ করছে সরকার – পরিবেশমন্ত্রী কারো লাঠিয়াল না কি রাজনৈতিক দল হবে তা বিএনপিরই সিদ্ধান্ত – তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহান মে দিবসে রাষ্ট্রপতির বাণী এ বছর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ২০ লাখ টন – কৃষিমন্ত্রী মহান মে দিবসে প্রধানমন্ত্রীর বাণী ঈদুল ফিতরে রেলযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় রেলমন্ত্রীর সন্তুষ্টি প্রকাশ

রন্ধন শিল্পী নাহিদ সুলতানার প্ররোচনায় ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার চেষ্টা করে কাজী লুৎফর রহমান রিয়াজ

২০১৬ সালের ৩১ ডিসেম্বর থার্টি-ফাস্টের রাতে পরিচয় কাজী লুৎফর রহমান রিয়াজ ও মেঘলার (মেঘলা ছদ্ম নাম)। এতপর ১৮ আগস্ট ২০১৭ বিয়ের পিড়িতে বসে দশম শ্রেনীতে পড়ুয়া মেঘলা৷ বিয়ের পরদিন থেকে বহুগামী, দেহব্যসায়ী বোন রন্ধন শিল্পী নাহিদ সুলতানা ও রিয়াজ, মেঘলাকে তাদের অনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে চাপ সৃষ্টি শুরু হয়।

চলতে থাকে অমানুষিক নির্যাতন প্রতিনিয়ত। এরপর ২০২০ সালের ১৭ ডিসেম্বর রাতে রিয়াজ, নাহিদ সুলতানা, রিয়াজ এর বাবা কাজী মিজানুর রহমান, মা বদরুন্নেসা মায়া, রিয়াজের মামাতো বোন শাম্মী ও তার স্বামী বাজরুল রাহমান সুমন মিলে হত্যার চেষ্টা করে। মেঘলা চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পরদিন ১৮ ডিসেম্বর ২০২০ চরিত্রহীন অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেয়। এতপর মেঘলা বা-মায়ের পরিবার আশ্রয় নেয়। অসহায় মেঘলার কাছে নাহিদ এর দেহ ব্যবসা ও রিয়াজ এর মাদক ব্যবসার প্রমান আছে পরবর্তী সময়ে ৩ বার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেন আদাবর থানায় জিডি এবং সিএমএম আদালতে কোর্টে “হত্যা চেষ্টা মামলা ৩০২/৩৪ ধারা চলমান।

এছাড়াও ১৯৮৫ সালের মুসলিম পরিবারিক আদালত আইনের ৫ (গ), ৫ (ঘ) বিধান মতে বাদিনীর পাওনা কৃত দেনমোহর ও খোরপোষ আদায় নালিশ, নারী নির্যাতন দমনের আইনে ১১ (গ) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায়। এবং যৌতুক ৪ ধারায় মামলা চলমান আছে। এমতাবস্থায় যেহেতু রিয়াজ এর বোন নাহিদ সুলতানা ২০১৭ সালে মিজান মালয়েশিয়ান পামওয়েল সেরা রন্ধন শিল্পী নির্বাচিত হয় এবং পেশাদার দেহব্যবসার সাথে যুক্ত ও নানারকম উচ্চ ক্ষমতা সম্পুর্ন মানুষের সাথে মিশে এবং মাদক ব্যবসায়ী সেহেতু তারা ক্ষমতা ব্যবহার করে জামিনে আসে। তাই মেঘলার মামলা নিষ্পত্তি হওয়ার আগেই বোন নাইট সুলতানা তার ক্ষমতার বলে বিয়ে দিচ্ছেন আগামী ১৬ সেপ্টেম্বর আরেকটি মেয়ের সাথে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করছে। সরকারের উর্ধতন কর্মকর্তা ও প্রশাসনের কাছে মেঘলার আবেদন মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই যেন প্রশাসন এই বিয়ে বন্ধ করেন। মেঘলার মহামূল্যবান সার্টিফিকেট, স্বর্ণ,আসবাবপত্র আটকে রেখেছেন। বহুগামী রিয়াজ কে সংশোধনের চেষ্টা করলে মেরে ফেলার চেষ্টা বহুবার করেছে। বখাটে মাদকসেবী রিয়াজের বোন নাহিদ সুলতানা সম্পর্কে কিছু কথা না বললেই নয়।

নাহিদ ছোট বেলা থেকেই বহুগামী নারী ছিলেন, প্রাইমারি স্কুলে পড়ার সময় জাহাঙ্গীর নামে এক ছাএ কে নিয়ে স্কুলের ক্লাস রুমে ধরা পরে যা তার নানা বাড়ি মাদারীপুর এর গোপালপুর এর লোক জন জানেন। সোহেল নামে এক ছেলেকে নিয়া বাড়ির মধ্যে ধরা পরে তারপর মাদারীপুরের গোপালপুর বাড়িতে তাকে তালা মেরে রাখতে হতো কারন তার প্রেমিক এর সংখ্যা অনেক এবং এগুলা দাবি বিয়ে না করলে তুলে নিয়ে যাবে।

নাহিদ সুলতানার এই অবস্থা দেখে তার বাবা মা বিয়ে দিয়ে দেন এবং উনি জামাইকে নিয়া কিছু দিন গ্রাম এ থাকার পর চলে আসেন ঢাকা শহরে, পড়া লেখা আবার শুরু করেন এর মধ্যে উনার প্রথম সন্তান হয় শশুর বাড়ি কেউ তাকে তেমন পছন্দ করে না, তার এসব কেলেঙ্কারির জন্য, জামাই সারাদিন চাকরির পিছনে দৌড়াতো আর তিনি ছেলে বন্ধু নিয়া আড্ডা দিতেন। এরপর শুরু করলো রান্না জগৎ, এবং শুরু হলো তার বিলাশ বহুল জীবন, মিজান মালেশিয়ান পাম অয়েল সেরা রাঁধুনি ২০১৭ চাম্পিয়ান হওয়ার সুবাদে আবারও শুরু করলো দেহে ব্যবসা। -সুত্র: দৈনিক আলোকিত পত্রিকা

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২২।
কারিগরি সহায়তায়: অল আইটি