রাজনীতি উর্পাজনের কোন মেশিন নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রাজনীতি মানে উর্পাজনের কোন মেশিন নয়।রাজনীতির মাঠে তাদেরকেই সুযোগ করে দিতে হবে যারা সুশিক্ষিত,সৎ,বিশ্বস্ত ও দলের প্রতি কমিটেড এবং জীবিকা নির্বাহের জন্য যে কোন একটা পেশা আছে। দলের নাম ভাঙ্গিয়ে,তদবির করে,রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে যারা রাজনীতিতে আসে তাদের প্রত্যাখ্যান করুন। বিশ্ব প্রশংসিত আসনে অধিষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা।