শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি পাঠাগার এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া আগামী দিনে স্মার্ট বাংলাদেশ চিন্তাই করা যায় না। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
খসরু বলেন, ২০৪১ সাল পর্যন্ত উন্নয়নের যে রূপরেখা বাস্তবায়িত হচ্ছে তা আজ সবার সামনে দৃশ্যমান। বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে।
লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসফিকুর রহমান ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যানে এ্যাডভোকেট অসিত কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক প্রমুখ।