শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই এই র্যালি উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এ সময় পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা সুলতানা, পৌরসভার মেয়র হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
‘স্মার্ট বাংলাদেশের অংশীদার হই, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত রই’ এই প্রতিপাদ্য নিয়ে ৪র্থ বারের মতো পাঁচবিবি উপজেলা প্রশাসন এই সাইকেল এই র্যালি আয়োজন করে। এতে পাঁচবিবি পৌরসভা সহযোগিতা করে। এই র্যালিটি পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়। সেখান থেকে পৌর শহরের পাঁচমাথা হয়ে তিনমাথা, দানেজপুর, কুসুম্বা, শালাইপুর, শুকুরময়ী, বেড়াখাই, উচাই, মহিপুর হয়ে প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করে স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেয় সংহিতা বর্ণমালা প্রামানিক। সে পাঁচবিবির সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সংহিতা বলে, ‘আমি র্যালিতে অংশ নিয়েছি। অনেকদূর পর্যন্ত সাইকেল চালিয়েছি। খুব ভালো লেগেছে। আমাদের সকলকে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিংকে না বলতে হবে।’
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা সুলতানা বলেন, বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিরোধী সাইকেল র্যালিতে উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এছাড়া উন্মুক্ত আরও শিক্ষার্থীসহ প্রায় ৪’শ জন শিক্ষার্থী অংশ নেয়। সচেতনামূলক এই র্যালি প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করে।