বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
চলমান মেয়াদে আরো ৫০ হাজার নিয়োগ দেওয়া হবে। পুলিশকে আরো আধুনিক করতে যা যা করা দরকার, করা হবে।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। কয়েকটি হত্যার ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।
শুক্রবার দুপুরে সিলেট নগরীর বাগবাড়িতে এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ৩৫ হাজার পুলিশ নিয়োগ দিয়েছে।
মন্ত্রী আরো বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর যে কর আরোপ করা হয়েছে, তা বহাল থাকবে। তারা ৫০ হাজার টাকা বেতন দিতে পারে, আর মাত্র ৭.৫ শতাংশ কর দিতে পারবে না কেন? তাদের আন্দোলনে আমার সমর্থন নেই।’