বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
বিদ্যালয়ের তহবিল থেকে ২ কোটি টাকা লুটপাট প্রধান শিক্ষকের মানুষ এখন শখ করে পান্তা ভাত খায় : খাদ্যমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশের অংশীদার হই, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত রই’ জয়পুরহাটে সমবায়ীদের তোপের মুখে যুগ্মনিবন্ধক ডিএমপি কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সার্বিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন কাউন্সিলর ডেরেক শোলের সাক্ষাৎ বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ ফেনী জেলা কমিটির উপদেষ্টা নজরুল বাঙালি

‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ ফেনী জেলা-২০২২ ‘Qalam Literary Society London’- Feni Distict ২০২২ , ইউনাইটেড কিংডম এবং বাংলাদেশ থেকে রেজিস্ট্রার্ড “দুই জাহানের সংগঠন” ‘সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন’- এর সহযোগী সংস্থা, “অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ ২০২২ সালের জন্য ফেনী জেলা কমিটি ঘোষণা করতে পেরে আনন্দিত। আমি আশা করব, এ কমিটি দল-দর্শনের বাহিরে এসে সমাজ এবং সাহিত্যের কল্যাণে যথা সম্ভব অবদান রাখবে। ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ একটি সেচ্ছাসেবী সংগঠন। এখানকার কোন সদস্যকে কোন প্রকার আর্থিক সুযোগ-সুবিধা দেয়া হয় না। কোন সদস্য ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’- কে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করবো না। কমিটি কাউকে নতুন করে সদস্যপদ দিতে বা কাউকে কমিটিতে না রাখতে চাইলে কেন্দ্রীয় কমিটির পরামর্শ নেবেন। কমিটি যে কোনো কার্যক্রমে কেন্দ্রীয় কমিটির অনুমতি নেবেন। ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ একটি অসম্প্রদায়িক এবং অরাজনৈতিক সংগঠন। আশা করি, কমিটির সদস্যগণ বিষয়টি তাঁদের কথায় এবং সংগঠন পরিচালনায় মনে রাখবেন। আমি বিশ্বাস করি, আমাদের একটি রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় আছে। নিশ্চয়ই থাকবে, তা আমাদের অধিকার। কিন্তু সে অধিকার আমরা কোন ভাবেই সংগঠনে চাপিয়ে দিতে চেষ্টা করবো না। আমাদের লেখায়, আঁকায়, বক্তৃতায়, আমরা প্রতিটি দল ও ধর্মের প্রতি সম্মান রেখে চলবো। একজন সদস্য- যেহেতু সাহিত্যিক তিনি সংগঠনে না থাকলেও সামাজিক মমত্ববোধ রক্ষা করবেন। আমরা সদস্যরা কখনো কোনভাবে পদের অপব্যবহার করবো না। কোন সদস্য আরেক সদস্যের অথবা সংগঠনের ক্ষতির কারণ হবো না। সাহিত্যের নামে মূলত আমরা সমাজসেবামূলক কাজ করতে চেষ্টা করি, সুতরাং এখানে দুনিয়াবি শক্তি এবং সম্মান অর্জনের সুযোগ কম। সম্মান আসবে স্রষ্টার পক্ষ থেকে। গরীব দুখির দিকে চেয়ে আমরা যথাসম্ভব ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে থাকবো। কোন বিষয়ে দ্বিমত পোষন করলে বা সংগঠনের কোন কাজ, চিন্তা ও চেতনায় অমিল আছে মনে করলে যে কোনো মুহূর্তে যে কোন সদস্য কেন্দ্রকে অবহিত করে সংগঠন থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিতে পারবেন। সাংগঠনিক কথা সাংগঠনিক ভাবেই সমাধান করবো। কান কথায় শয়তান থাকে। এতে করে ব্যক্তির, সংগঠনের, সমাজের, রাষ্ট্রের এভাবে সারা বিশ্বেরমূল্যবোধের ক্ষতি হয়। এ কমিটি অস্থায়ী কমিটি হিসেবে কাজ করবে। কেন্দ্র এই কমিটি সংগঠনের স্বার্থে, যে কোনো সময়, যে কোনো কারণে বা বিনা কারণে বিলুপ্ত করতে পারবে। সংগঠনের প্রয়োজনে কেন্দ্র এ কমিটির সদস্য পদে রদবদল বা সদস্যের নাম প্রত্যাহার করতে পারবে। এখানে যোগ্যজন্যকে সব সময় স্বাগত জানানো হয়। অনুগ্রহ করে সাহিত্যচর্চায় উৎসাহীদের যথাযথ মূল্যায়ন করবেন। কলমের জন্য সদস্য সংগ্রহে বা পদ পদবিতে আপনারা কখনো দল-ধর্ম তথা আপনার পরিচিত, আত্মীয়- এই দৃষ্টিকোণ থেকে দেখবেন না। লেখালেখি, লাইক বা কমেন্টস করার ব্যাপারে আমরা ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’কে অগ্রাধিকার দেবো। ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’এ যোগদানে আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে যথাযথ সম্মান দেখানো হবে।  কলম সাহিত্য সংসদ লন্ডন, ফেনী জেলা কমিটি নিম্নরূপ: উপদেষ্টা মণ্ডলি- নজরুল বাঙালি, মুহাম্মদ ইকবাল চৌধুরী, কেপ্টেন জহির উদ্দিন ও বাবু ভূঁইয়া (ফ্রান্স প্রবাসী, সাবেক সভাপতি ফ্রান্স) সভাপতিঃ মোসলেহ উদ্দিন ভূঁইয়া সহ সভাপতিঃ উত্তম কুমার দেবনাথ সহ সভাপতিঃ সুষমা নারগিস স্বপ্না সাধারণত সম্পাদকঃ সুমন ইসলাম যুগ্ম সম্পাদকঃ নাজিম হেলাল সাংগঠনিক সম্পাদকঃ গাজী হানিফ সহ সাংগঠনিক সম্পাদকঃ মুহাম্মদ ইকবাল হোসেন সাহিত্য সম্পাদকঃ মঈন উদ্দীন মামুন সহ সাহিত্য সম্পাদকঃ সাজিব ভূঁইয়া সমাজকল্যাণ সম্পাদকঃ সাজিয়া সুলতানা পুতুল সাংস্কৃতিক সম্পাদকঃ ইসরাত জাহান তনুকা সদস্যঃ আব্দুস সালাম মাসুদ আলম মাকসুদ আলম ও এন এন জীবন।  আমি আপনাদের সার্বিক সফলতা প্রত্যাশা করি। আশা করি, আপনাদের সুযোগ্য নেতৃত্বে বিশ্বে আমাদের মহান বাংলাভাষা আরো সম্প্রসারিত হবে, সম্মানিত হবে। জাতি ধর্ম দল নির্বিশেষে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনি ভালো মনে করলে অন্য দশজনের মত কলমের লোগোটি আপনার প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করুন। পোস্টটি লাইক, শেয়ার বা কমেন্ট করে বিশ্বময় আপনার বন্ধুদের বলুন, তাঁরা যাতে আপনার সাংগঠনিক কথা জানতে পারে।  জয় হোক আপনাদের বিশ্বাসের। জয় হোক বাংলাভাষার। নির্মূল হোক শ্রেণী-বৈষম্যের বিদ্বেষ, একটু হাসি ফুটে উঠুক পৃথিবীর কোন এক কোণার ক্ষুধার্ত ও অসুস্থ মানুষের মুখে। দুই জাহানের সেবার মাধ্যমে আমাদের জীবন হোক “অক্ষরে অমরতা”র জন্য।  অনেক অনেক শুভেচ্ছা ও শুভ প্রত্যাশায় প্রফেসর নজরুল ইসলাম হাবিবী (প্রতিষ্ঠাতা ও পরিচালক সারাহ- হাবিব ট্রাস্ট লন্ডন এবং কলম সাহিত্য সংসদ লন্ডন)। ১৪.০৬.২০২২ লন্ডন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২৩।
কারিগরি সহায়তায়: অল আইটি