বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন
পেকুয়া(প্রতিনিধি)কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে । আটককৃত যুবকের নাম ইয়াসিন আরফাত (২৫)। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শামসুল আলমের ছেলে।
বুধবার (১৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টইটং ইউপির হাজি বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) তফিক আলম ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, গোপন সংবাদে জানতে পারি সিএনজি চালিত অটোরিক্সায় করে ইয়াবা পাচার হচ্ছে। টইটং হাজ্বী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি অটোরিক্সার যাত্রী আরফাত নামে একজনকে তল্লাশী করে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন তিনি।