বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন
শনিবার শরীয়তপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির সাহসিকতার প্রতীক। বাঙালি জাতি কারো কাছে মাথা নত করেনি, করবেও না। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন। দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন করেছেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনল কুমার দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।
ইন্দোবাংলা/এম. আর