মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন
সেলিম রেজা : জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে মায়া আক্তার (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টা দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মায়া হলো, কালাই পৌরসভার পূর্ব সড়াইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পড়াশুনার জন্য মায়া আক্তার ২ বছর যাবত নানা বাড়ি পুনট পাঁচগ্রাম মৃধা পাড়ায় থাকে। সে পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফিরে ওই এলাকার একটি পুকুরে সহপাঠীদের নিয়ে গোসল করতে যায়। এরপর সে সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে পুকুরের পানির তল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
ইন্দোবাংলা/এম. কে