সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
মোনোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট পাঁচবিবি উপজেলাতে সরকারি বরাদ্দ থেকে ঘর বানিয়ে দেওয়ার নামে দিনমজুরের পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আয়মারসুলপুর পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বিরুদ্ধে। চার বছরেও ঘর না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকতার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ভোক্তভোগি মাসুদ রানা। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার ছোট মানিক গ্রামের দিনমজুর মাসুদ রানা বলেন, ‘সরকারি বরাদ্দ থেকে ঘর করে দেওয়ার আশ্বাস দিয়ে বলা হয়েছিল, ঘর পেতে ৬০ হাজার টাকা লাগবে। হাতে নগদ টাকা না থাকায় ঋণ নিয়ে জাকের মেম্বারকে ৫০ হাজার টাকা দেই। বাকী ১০ হাজার টাকা কাজ শুরু হলেই দিতে হবে বলে জানায় ওই মেম্বার। চার বছর হয়ে গেছে, ঘরও পাইনি, টাকাও ফেরত পাইনি। মেম্বারের কাছে টাকা চাইতে গেলে গালিগালাজ করে। মেরে ফেলার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছি।’
আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আপনারা (সাংবাদিকরা) যা করার করেন।
আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনূর রশীদ মিলটন বলেন, অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে মৌখিক ভাবে বার বার বলা সত্ত্বেও কোন লাভ হয়নি।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় একজন কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের বিষটির সত্যতা পাওয়া গেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইন্দোবাংলা/এম.আর