শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
ইন্দোবাংলা প্রতিনিধি, জয়পুরহাট: প্রথাগত নিয়ম ভেঙ্গে বাংলাদেশ টেলিভিশনের জেলাভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’। দেশের ৬৪টি জেলার সংস্কৃতি, ঐতিহ্য, আচার, জীবনযাপন ধারা, এমনকি ভাষাগতও ভিন্নতা নিয়ে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারে বরেন্দ্র জনপদের জেলা জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাক-পরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হয়েছে এ অনুষ্ঠানের মাধ্যমে।
জেলা জয়পুরহাটের এ প্রোগ্রামটি প্রচারিত হবে আজ শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন তারিকুজ্জামান মিলন, স্থানীয়ভাবে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার আব্দুল মজিদ, সংস্কৃত ব্যক্তিত্ব শফিউল আলম বাবু, এম আর নিরব সাগর।
৫০মিনিটের এই অনুষ্ঠানটি সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থান ও তথ্য দিয়ে ঢেলে সাজানো হয়েছে। দর্শকরা বিনোদনের পাশাপাশি জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কেও ধারণা পাবেন। রয়েছে আঞ্চলিক ভাষার গানের সম্ভার। দীর্ঘদিনের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে অনুষ্ঠানমালা।
ইন্দোবাংলা/এম. আর