সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
‘জয়পুরহাট সনাতন পরিবার’ নামের সংগঠনের আয়োজনে বস্ত্র বিতরণের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি জীবন কুমার। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর।
আয়োজকরা জানান, দূর্গাপূজা উপলক্ষ্যে অসহায় চারশ জনকে বস্ত্র বিতরণ করা হবে। আজ প্রথম ধাপে দুইশ জনকে বস্ত্র বিতরণ করা হয়ে। এর মধ্যে শাড়ি, লুঙ্গি ও ধুতি থাকবে। এই আয়োজন দ্বিতীয়বারের মতো করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তরিকুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এ্যাড. নন্দ কিশোর আগরওয়ালা, সিনিয়র সহ-সভাপতি শ্যামল কুমার সাহা, কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরের সভাপতি নির্মল কুমার মন্ডল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ।