রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এ সময় ব্রিফিং প্যারেডে জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যদের অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সের উদ্দেশ্য দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ।
এসময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত অফিসার ও ফোর্সবৃন্দ। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন হবে।
ইন্দোবাংলা/এম. আর