বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
জয়পুরহাটের সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে এক ঘণ্টার প্রতীকী দায়িত্ব নিয়ে এমন সমস্যার কথা জানিয়েছেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির সহ-সভাপতি জারিন আনান সাবা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জারিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী। সেখানে সাবা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রতীকী দায়িত্ব নিয়ে জারিন আনান সাবা বলে, জয়পুরহাটের বিভিন্ন স্তরের শিশু, কিশোর-কিশোরীদের সঙ্গে কথা বলে জেনেছি, স্কুল, কোচিং সেন্টার এবং ছাত্র-ছাত্রীদের চলাচলের জায়গাগুলোতে কিশোর গ্যাংদের উৎপাত বেশি হয়েছে। এই অপরাধে যারা জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সম্ভব হচ্ছে না। এই কিশোর গ্যাং কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতা সম্পন্ন। এদের মধ্যে অনেকই ভালো সম্ভ্রান্ত পরিবারের।
সাবা বলে, উন্নতির শিখরে দেশ যখন আধুনিকতায় ছেয়ে গেছে ঠিক অপর পৃষ্টে অভিভাবকদের অসচেতনতা সহ বিভিন্ন কারণে এই দেশে নারী এবং কন্যা শিশুদের বিভিন্ন সমস্যার প্রতিচ্ছবি প্রতিনিয়ন দেখতে পাচ্ছি। এ কাজ তার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা কামনা করে সাবা।
অনুষ্ঠানে চেয়ারম্যান এসএম সোলায়মান আলী বলেন, কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবিদার। প্রতীকী চেয়ারম্যান দায়িত্ব পেয়ে জারিনের বক্তব্যে যা বলা হয়েছে, তা বাস্তবায়নে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করেন।
এনসিটিএফের জেলা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আকতার চৌধুরী, ভলন্টিয়ার ফর বাংলাদেশের সদস্য সালেহুর রহমান সজিব।
জারিন আনান সাবা জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে শহরের সরদারপাড়া মহল্লার ইয়াসিন আলী মোল্লা ও মৃত রোকসানা আক্তারের মেয়ে।