শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে -ধর্ম প্রতিমন্ত্রী ইউরোপীয় তৈরি পোশাক আমদানিকারকদের প্রথম পছন্দ বাংলাদেশ- পরিবেশমন্ত্রী ২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসের অন্যতম জায়গায় অবস্থান করবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী ২৯ মার্চ থেকে ৩ দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন -ভূমিমন্ত্রী বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না- পানি সম্পদ উপমন্ত্রী ড. আবদুল মালেক নতুন প্রধান তথ্য কমিশনার বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হয়েছে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বিশ্ব পানি দিবসে প্রধানমন্ত্রীর বাণী বিশ্ব পানি দিবসে রাষ্ট্রপতির বাণী আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

প্রতীকী চেয়ারম্যান হয়ে যেসব সমস্যা তুলে ধরলেন জারিন

ইন্দোবাংলা প্রতিনিধি, জয়পুরহাট:

নেশা জাতীয় মাদক শিশু-কিশোরদের গ্রাস করছে। শহরের অলিগলি বা রাস্তার পাশের মোড়, দোকান গুলোতে কড়া পদক্ষেপের সঙ্গে ঠিকমতো মনিটরিং না করার কারণে এটি বৃদ্ধি পাচ্ছে।

জয়পুরহাটের সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে এক ঘণ্টার প্রতীকী দায়িত্ব নিয়ে এমন সমস্যার কথা জানিয়েছেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির সহ-সভাপতি জারিন আনান সাবা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জারিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী। সেখানে সাবা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রতীকী দায়িত্ব নিয়ে জারিন আনান সাবা বলে, জয়পুরহাটের বিভিন্ন স্তরের শিশু, কিশোর-কিশোরীদের সঙ্গে কথা বলে জেনেছি, স্কুল, কোচিং সেন্টার এবং ছাত্র-ছাত্রীদের চলাচলের জায়গাগুলোতে কিশোর গ্যাংদের উৎপাত বেশি হয়েছে। এই অপরাধে যারা জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সম্ভব হচ্ছে না। এই কিশোর গ্যাং কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতা সম্পন্ন। এদের মধ্যে অনেকই ভালো সম্ভ্রান্ত পরিবারের।

সাবা বলে, উন্নতির শিখরে দেশ যখন আধুনিকতায় ছেয়ে গেছে ঠিক অপর পৃষ্টে অভিভাবকদের অসচেতনতা সহ বিভিন্ন কারণে এই দেশে নারী এবং কন্যা শিশুদের বিভিন্ন সমস্যার প্রতিচ্ছবি প্রতিনিয়ন দেখতে পাচ্ছি। এ কাজ তার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা কামনা করে সাবা।

অনুষ্ঠানে চেয়ারম্যান এসএম সোলায়মান আলী বলেন, কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবিদার। প্রতীকী চেয়ারম্যান দায়িত্ব পেয়ে জারিনের বক্তব্যে যা বলা হয়েছে, তা বাস্তবায়নে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করেন।

এনসিটিএফের জেলা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আকতার চৌধুরী, ভলন্টিয়ার ফর বাংলাদেশের সদস্য সালেহুর রহমান সজিব।

জারিন আনান সাবা জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে শহরের সরদারপাড়া মহল্লার ইয়াসিন আলী মোল্লা ও মৃত রোকসানা আক্তারের মেয়ে।

ইন্দোবাংলা/সিকে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২২।
কারিগরি সহায়তায়: অল আইটি