বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে, নিজেকে প্রতিষ্ঠিত করতে সফলতার শীর্ষে, “টেকনোলজি ভিত্তিক” জ্ঞানের কোনো বিকল্প নেই।
একটি ফ্যাশন হাউজ সফলভাবে পরিচালনায়-ও শপের অবকাঠামো তৈরীতে “Interior Design”, পণ্যের জন্য “Graphics Design”, বিক্রয়ের জন্য “Website”, গুগল রেঙ্কিং- এর জন্য “SEO” প্রচার ও প্রসারে “Digital Marketing” -এর বিকল্প নেই।
এরূপ দৈনন্দিন সকল কার্যক্রমেই “টেকনোলজি” যেন জুড়ে আছে আষ্টেপৃষ্টে।
টেকনোলজিতে শিক্ষার্থীদের আগ্রহ করতে বৃদ্ধি, দেশের উন্নয়ন করতে সমৃদ্ধি, দেশে জাতীয় পর্যায়ে এই “প্রথমবার” -এর মতো “ন্যাশনাল টেক কার্নিভাল”-২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে “ওয়ান ওয়ে স্কুল” -এর আয়োজনে।
Location: Tejgaon College Auditorium; Dhaka
Date: 13- January-2023
সকলে সাদরে আমন্ত্রিত।
“বহু প্রতীক্ষিত মহেন্দ্রক্ষণ আসলো এবার চলে,
তারুণ্যে জয়গান এবার হবে দলে দলে।
দেখবে জাতি গর্বিত হবে দেশ,
টেকটলজিতে জ্ঞানের সমৃদ্ধি হবে বেশ।
এ চমকপ্রদ ঘোষণায় সকলে আজ মশগুল,
” ন্যাশনাল টেক কার্নিভাল”-২০২৩
“ওয়ান ওয়ে স্কুল”।