সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
ইন্দোবাংলা প্রতিনিধি, জয়পুরহাট: জোনাল অফিস উদ্বোধনের মধ্য দিয়ে জয়পুরহাটে যাত্রা শুরু করল এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড। বুধবার (১৫ মার্চ) দুপুরে শহরের প্রধান সড়কের আলী হাইটস এর তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কম্পানির জোনাল অফিস উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
সভাপতিত্ব করেন এনআরবি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ জামাল হাওলাদার। বক্তব্য রাখেন, এনআরবি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ, সর্বইউরোপ আওয়ামীলীগের মহিলা সম্পাদক হোসনে আরা, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন, জয়পুরহাট জোনাল অফিসের ব্যবস্থাপক হাদিউজ্জামান সহ বিভিন্ন জেলার শাখা ব্যবস্থাপকগণ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন,‘আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিককে বীমার আওতায় নিয়ে আসার জন্য সরকার কাজ করছে। বীমার নামে কেউ যেন প্রতারণার স্বীকার না হয় সেজন্য কম্পানির নীতি নির্ধারকদের সহযোগীতা করতে হবে। এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড ইতোমধ্যেই তার বিশ^স্ততা অর্জন করেছে। আশা করছি নীতি ও আদর্শ মেনে জয়পুরহাটে প্রকৃত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের মন জয় করে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে তাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবে।
ইন্দোবাংলা/আর. কে