শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
ইন্দোবাংলা সংবাদদাতা, টরোন্টো (কানাডা) : কানাডার, টরোন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। দিবসের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়।
দিবসটি উপলক্ষ্যে অংশ হিসেবে ২১ মার্চ টরোন্টোতে বিদেশি কূটনীতিক, অন্টারিও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, টরোন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্দোবাংলা/এম. আর