রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
মো. আসিফ, ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ঢাকা ১৮ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক দয়াল কুমার বড়ুয়ার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুলাই) রাত ৮টায় উত্তরার ইলিশ কাচ্চি রেষ্টুরেন্টে বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড আয়োজনে এই মতবিনিময় সভা করা হয়। এসময় বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতি লিমিটেডের সাংবাদিকসহ স্থানীয় বিটের শতাধিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ওই মতবিনিময় সভায় ঢাকা ১৮ আসনের জাতীয় পার্টির এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক দয়াল কুমার বড়ুয়া সাংবাদিকদের জানান, ঢাকার সংসদীয় ১৮ আসনে জলাবদ্ধতা ও রাস্তাঘাট এ অঞ্চলের প্রধান সমস্যা। রয়েছে বিভিন্ন ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি
যত্রতত্র ময়লার ভাগাড়। এছাড়াও নোংরা পরিবেশ, অতিরিক্ত মশা-মাছির উপদ্রব, চুরি-ছিনতাই সহ নানা সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। এতে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জনজীবন। এলাকাবাসীর অভিযোগ বিগত কয়েক বছরে এই এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বহুদিন বিশেষ করে তুরাগ, উত্তরখান, দক্ষিনখান এলাকার অবস্থা বেহাল। অনেক এলাকায় এখনও ফুটে উঠে গ্রামের প্রতিচ্ছবি। পাকা সড়কগুলোও চলাচলের অনুপোযোগী।
তিনি আরো বলেন, আমি সংসদ নির্বাচিত হলে এই এলাকার সকল উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমি মনোয়ন প্রত্যাশী হয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
ইন্দোবাংলা/এম. আর