বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। জয়পুরহাট জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি উদয় সিংহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রমাণিকের ছেলে মমিনুল প্রামাণিক ও বিরামপুর উপজেলার চাপড়া বাজার এলাকার ওয়াকিল সরকারে ছেলে সুজন সরকার এবং নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারয়নপুর গ্রামের মৃত বাবুলের ছেলে জাহাঙ্গীর আলম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ জুলাই রাতে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় একটি পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল ও সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে ২০২২ সালের ২৮ এপ্রিল পাঁচবিবি উপজেলার খাসবাড়ি এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। পরে মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের বিচারক আজ এই রায় দেন।