বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম করোনা ভাইরাসে আক্রান্ত। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। রাত ৯টায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
১ জুন রাত ৯টায় অক্সিজেন জনিত সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।
রাত ১১টা ১৫ মিনিটে তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল দুপুর ১২টায় তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। রাত আট টায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক আল ইমরান চৌধুরী জানান, অক্সিজেন সিচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।