বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
আজ বিশ্ব মাদক মুক্ত দিবসঃ সর্বনাশা মাদক আজ জাতির ঘাড়ে চেপে বসেছে ! নতুন প্রজন্মের ভবিষ্যৎ এই মাদকের জন্য আজকে অন্ধকারাচ্ছন্ন।। ইয়াবায় আসক্ত নতুন প্রজন্মের অনেকেই আজ বেপরোয়া… খুনখারাবি থেকে শুরু করে চুরি ডাকাতি পর্যন্ত করছে তারা। আজ যাদের পকেট এ কলম থাকার কথা তাদের পকেট এ পাওয়া যাচ্ছে ইয়াবা। এই চরম পরিনতির জন্য দায়ী কারা…কিছু মুখোশধারী সমাজসেবক, কিছু রাজনীতিবিদ, কিছু পুলিশ বাহিনী। এরা দিনের আলোতে দেশপ্রেমিক, রাতের আধারে দেশদ্রোহী। এরা সামান্য অর্থের জন্য, নতুন প্রজন্মকে, যারা ভবিষ্যতে এই জাতির কান্ডারী হবে তাদের গলাটিপে হত্যা করছে। আসুন,আজ বিশ্ব মাদক মুক্ত দিবসে আমরা সবাই শপথ করি, যে যার অবস্থান থেকে মাদক মুক্ত বাংলাদেশ গড়ি।।