বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের হাজী বাজারের রাজামিয়া মার্কেটে ‘হাজী বাজার ল্যাব হাউজ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টইটং হাজী বাজার ল্যাব হাউজ উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রমের সুচনা করেন।
হাজী বাজার পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বিএ,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, ডাঃ মিজানুর রহমান ও ডাঃ ফারজানা জন্নাত তানিয়া। এছাড়া সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এদিন ল্যাব হাউজ উদ্বোধন করেন বারবাকিয়া ইউপির চেয়ারম্যান বদিউল আলম জিহাদী।
প্রধান অতিথি বলেন, ল্যাব হাউজ প্রতিষ্ঠানটি বাণিজ্যের উদ্দেশ্যে পরিচালিত না করে সেবার উদ্দেশ্যে পরিচালিত করলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে পারবে। তাই বাণিজ্য নয় সেবাই যেন হয় মূল লক্ষ্য।