বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
যমুনা নিউজ বিডিঃ বিয়ে করলেন প্রখ্যাত সুরকার এ আর রহমানের মেয়ে খতিজা রহমান। দীর্ঘদিনের প্রেমিক রিয়াজদিন শেখ মোহম্মদের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
খতিজার স্বামী পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার। মেয়ের বিয়ের খবরটি জানিয়েছেন এ আর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে নতুন বর-কনের সঙ্গে অন্যদের দেখা গেছে। ছবির ক্যাপশনে এই সংগীত ব্যক্তিত্ব লিখেছেন, ‘সর্বশক্তিমান তাদের আশীর্বাদ করুন। ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা।’
এদিকে খতিজাও নিজের বিয়ের খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত দিন। বিয়ে করলাম।
স্ত্রী সায়রা বানুর সঙ্গে দাম্পত্য জীবনে এ আর রহমানের তিন সন্তান— খতিজা, রহিমা ও আমিন। এর মধ্যে খতিজা ও আমিন বাবার মতো গানের জগতের মানুষ।
গত ২৯ ডিসেম্বর রিয়াজদিন শেখ মোহম্মদের সঙ্গে বাগদান সারেন খতিজা। এ সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।