বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।ইতিমধ্যেই ওয়ানডে সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি হয়ে উঠেছে ফাইনালের মতো।
নির্ধধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩০১ রান। দেখুন বাংলাদেশের স্কোর বোর্ড
এদিকে আজকের ম্যাচে একাদশে আসছে না কোনো পরিবর্তন। প্রথম এবং দ্বিতীয় ম্যাচে একাদশ নেই আজ খেলতে নামবে বাংলাদেশ দল। আর এটিই হতে পারে আনামুল হকের বিজয়ের শেষ সুযোগ। দীর্ঘদিন বিরতির পর এ বছরের শুরুতে জিম্বাবুয়ে এবং শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের একাদশে সুযোগ পান আনামুল হক বিজয়।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান