শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বল নিয়ে গোল বারের দিকে এগোচ্ছিলেন ওই খেলোয়াড়। একপর্যায়ে গোল দিয়েই ফেললেন। এতেই মাঠের দর্শকেরা হৈ দিয়ে উঠেন। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের একটি গোলে ফিরে সমতা।
আকাশী-নীল রঙের ১০ নম্বর জার্সি গায়ে ফুটবলের মাঠে নামা ওই খেলোয়াড় আর কেউ নন, তিনি জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জয়পুরহাট জেলা প্রশাসন একাদশ বনাম কালাই উপজেলা প্রশাসন একদশের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচে জয়পুরহাট জেলা প্রশাসন একাদশ দলের অধিনায়ক হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ‘নব কিশোরের অভিযাত্রা, ফুটবলে ফিরুক পুরানো মাত্রা’ এই স্লোগানে কালাই উপজেলা ক্রীড়া সংস্থা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।
প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশ দর্শকে ভরে যায়। বিকেল ৫টায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন একাদশের খেলা শুরু হয়। ডিসি সালেহীন তানভীর গাজী আকাশী-নীল রঙের ১০ নম্বর জার্সি গায়ে রক্ষণভাগে খেলছিলেন। তিনি ফুটবল পায়ে মাঠের অগ্রভাগ দাপিয়ে বেড়াচ্ছিলেন। খেলার প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে গোল দেন ডিসি। তখন মাঠের দর্শকেরা হৈ দিয়ে উঠেন। ৭০ মিনিটের খেলায় বিরতির পর প্রতিপক্ষ উপজেলা প্রশাসন একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহেদের গোলে আসে সমতা।
দর্শক তুহিন হোসেন বলেন, ফুটবল খেলা আর আগে মতো হয় না। জেলা প্রশাসন একাদশ ও উপজেলা প্রশাসন একাদশের প্রীতি ম্যাচ ফুটবল খেলায় ডিসি স্যার খেলবেন শুনে দেখতে এসেছি। ডিসি স্যার দারুণ খেলেছেন। আমরা ডিসি স্যারের খেলা দেখে অভিভূত হয়েছি। ডিসি স্যার একটি গোল করেছেন। এটি দেখে দর্শকেরা হৈ দিয়ে ওঠে। পরে প্রতিপক্ষের একটি গোলে সমতা হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, তরুণদের ফুটবল খেলায় উৎসাহিত করতে ফুটবল খেলতে নেমেছি। মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে বেড়িয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই। এসব প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে এই খেলা পুরানো ধারায় ফিরে আসবে বলে বিশ্বাস করেন তিনি।
প্রীতি ফুটবল ম্যাচে কালাইয়ের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা তিথী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কালাই মরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনি তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।