বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শিরোনাম
মানুষ এখন শখ করে পান্তা ভাত খায় : খাদ্যমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশের অংশীদার হই, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত রই’ জয়পুরহাটে সমবায়ীদের তোপের মুখে যুগ্মনিবন্ধক ডিএমপি কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সার্বিক স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন কাউন্সিলর ডেরেক শোলের সাক্ষাৎ বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান কৃষিমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অর্থ আত্নসাৎ, দুই বছর বেতন বাড়বে না সমাজসেবা কর্মকর্তার

করোনায় আক্রান্তের শারিরীক ক্ষতির পরিমান জানতে দীর্ঘ গবেষনা যুক্তরাজ্যের

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে এমন কিছু মানুষকে অন্তত এক বছর পর্যবেক্ষণে রাখতে চায় যুক্তরাজ্য। আক্রান্ত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস দীর্ঘমেয়াদে কী কী ক্ষতি করে তা দেখতেই তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
এখন পর্যন্ত করোনা ভাইরাসের বিষয়ে যে তথ্য জানা গেছে তাতে দেখা গেছে—ফুসফুস ছাড়াও শরীরের গুরুত্বপূূর্ণ অংশ যেমন হূদপিণ্ড, লিভার, কিডনিসহ শরীরের অন্য অংশগুলোতে আক্রমণ করে ভাইরাস। তবে যারা এই ধরনের সমস্যার পরও সুস্থ হয়ে উঠছে তা এখনো অজানা। দুই বছর ধরে চলবে এই গবেষণা। আশা করা হচ্ছে, এই গবেষণা থেকেই করোনা ভাইরাস সম্পর্কে অজানা অনেক প্রশ্নের উত্তর জানা যাবে।
দ্য কভারস্ক্যান ট্রায়াল নামের এই জরিপে এখন পর্যন্ত ৫০০ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তাদের শরীরে কোনো ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় কিংবা হৃদপিণ্ড, লিভার এবং কিডনির মতো শরীরের গুরুত্বপূর্ণ অংশে কোনো ক্ষতি হয় কি না তা জানা যাবে এই গবেষণা থেকে। এই প্রকল্পে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সুস্থ হওয়া রোগীদের এমআরআই করে শরীরের অবস্থা লিপিবদ্ধ করা হবে। নির্ধারিত সময় পর্যন্ত এসব রোগীদের পর্যবেক্ষণ করে আবারও এমআরআই করে শরীরের অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করা হবে। এর আগে সার্সের সময়ও এই ধরনের এক গবেষণায় দেখা গিয়েছিল সুস্থ হয়ে ওঠা রোগীদের অর্ধেকেরই হূিপণ্ডে অস্বাভাবিকতা দেখা দেয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এই গবেষণায় যুক্ত বায়োমেডিক্যাল বিজ্ঞানী ডা. ম্যাট কেলি বলেন, এটি জানতে পারলে আগে থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া যাবে যা অনেক রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোভিড-১৯-এর ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা না থাকায় প্রাণহানির সংখ্যা অনেক বেশি। গবেষণার জন্য যে রোগীদের রাখা হয়েছে তাদের লন্ডনের মায়ো ক্লিনিক হেলথকেয়ারের অধীনে পর্যবেক্ষণ করা হবে। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের থেকে প্রাপ্ত এই তথ্য পরবর্তী সময়ে অন্যদের ক্ষেত্রেও কার্যকরী চিকিত্সা পদ্ধতি খুঁজে পেতে দারুণ সহায়ক হবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।—ডেইলি মেইল

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© ইন্দোবাংলা২৪.কম সকল অধিকার সংরক্ষিত ২০২৩।
কারিগরি সহায়তায়: অল আইটি