শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের নিশিন্দারা শৈলাল পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে হেলাল স্মৃতি সংঘ এ আয়োজন করে।
হেলাল স্মৃতি সংঘের সভাপতি মুহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জেমসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আমিন আল মেহেদী, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মুক্তি বেগম।
এসময় উপস্থিত ছিলেন শৈলাল পাড়া জামে মসজিদের সভাপতি আমানত বারি, হেলাল স্মৃতি সংঘের উপদেষ্টা বেল্লাল হোসেন, কাজী রফিকুল ইসলাম, বাদশা মাস্টার, আব্দুর রহমান, আহম্মেদ আলী মাস্টার, হেলাল স্মৃতি সংঘের সহ-সভাপতি আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মিশুক রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক সুজন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সাদ্দাম, কোষাধ্যক্ষ মাসুদ রানাসহ প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর মেয়রসহ কাউন্সিলরদের হেলাল স্মৃতি সংঘের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।