বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগ মুহুর্তে পৌর পার্কে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ শাহ। উদ্বোধনের পর পরই ঢোলের তালে তালে লাঠি খেলা দিয়ে বগুড়া থিয়েটার আয়োজিত বৈশাখী মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ শেখ বক্তৃতা করেন।
আয়োজক বগুড়া থিয়েটারের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, প্রতি বছর পহেলা বৈশাখ থেকে তারা সপ্তাহব্যাপী মেলার আয়োজন করে থাকেন। তবে রমজানের কারণে ৪১তম বৈশাখী মেলার আয়োজন ঈদের পর করতে হয়েছে।