বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
মঈন উদ্দীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বিএনপি এখন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি না, বিলুপ্তি প্রায় পার্টি। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করায় বিলুপ্তি প্রায় দলে পরিণত হয়েছে। কেউ যখন বানের জলে ভেসে যায় তখন খড়কুটো হলেও আকড়ে ধরে বাঁচতে চায়। এজন্যই ২০২৩ সালের নির্বাচনে বিএনপি অবশ্যই আসবে। আর এই নির্বাচনে জয়লাভ করতে অতীতের সব ধরনের ভেদাভেদ ভুলে আ’লীগ ও এর অঙ্গ সংগঠন গুলোকে দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রবিবার বিকালে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ধারাবাহিক ভাবে ১৩ বছর ধরে ক্ষমতায় থাকায় দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এখন বিদ্যুৎ ও রাস্তাঘাটের সমস্যা নিয়ে আমার কাছে কেউ আসেনা। স্কুলের ভবন নির্মাণের আবেদনও অর্ধেকে নেমে এসেছে। কারণ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভবন পেয়ে গেছে।
প্রতিমন্ত্রী বলেন, এরপরও কিছু সমস্যা থাকবে। যেমন আপনারা সয়াবিন তেলের কথা বলতে পারেন। বাংলাদেশ সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা নির্ধারণ করেছে। অথচ আজ কলকাতায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২৪০ রুপি, মানে প্রায় ২৭০ টাকায়। পাকিস্তানে প্রতি লিটার বিক্রি হচ্ছে ৪৩৬ রুপি, মানে প্রায় ২৮০-২৯০ টাকা। পুরো পৃথিবীই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তেল তো আমরা উৎপাদন করিনা। রাশিয়া ইউক্রেন থেকে আমদানি করি। কিন্তু সেসব দেশে এখন যুদ্ধ চলছে। যুদ্ধের সময় প্রথম কাজ হলো বেঁচে থাকা।