শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিষ্টার হত্যা মামলায় যুবলীগ সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ সহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মিষ্টারের বাবা আরমান হোসেন এই মামলা দায়ের করেন।
শুক্রবারে শাকপালা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাকে পিছন থেকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়।
শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, মামলাটি গুরুত্বপুর্ন হওয়ায় পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, মামলা পাওয়ার পর তদন্ত এবং অভিযান চলছে।
বগুড়া সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্তবর্তী (মিডিয়া) কে জানান, মামলার প্রধান আসামী আলহাজ্ব শেখ এবং ঐ ঘটনায় মামলার তিন নাম্বার আসামী ফিরোজকে গ্রেফতার করা হয়েছে।