শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
ময়না টিভি সংবাদাতা: বগুড়া শহরে ইচ্ছাকৃতভাবে মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার শহরের সাতমাথা, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনগণকে সচেতন করা হয় ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইনে ১৪টি মামলায় অপরাধের গুরুত্ব বিবেচনা করে ১০০ হতে ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় যাদের মাস্ক ছিল না তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ও স্বাস্থ্য বিধি অনুসরণ করতে উৎসাহিত করা হয়। এছাড়াও শহরের স্টেশন রোডে ফল পট্টি থেকে সাতমাথা ও সাতমাথার আশেপাশে স্বাস্থ্য বিধি অনুসরণ না করা ও ফুটপাতে দোকানপাট বসায় তা অপসরণ করা হয় এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইনে ১টি মামলায় ২০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা পুলিশ, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী সহযোগিতা করেন।