শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য জনাব রাশীদ উন নবী বাবুর মৃত্যুতে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।
৯ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টার সময় প্রখ্যাত সাংবাদিক রাশীদ উন নবির বাবুর মালতি নগরস্হ বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফ রেহমান।
এ সময় উপস্হিত ছিলেন সহ-সভাপতি এস এম কাওসার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, ক্রিড়া সম্পাদক ইলিয়াস আলী, সাহিত্য সম্পাদক মেহেরুন সুজন, সদস্য মতিউল ইসলাম সাদি, মোহন আখন্দ সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত (বুধবার) রাত ৮ টা ৩৫ মিনিটের সময় পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাশীদ উন নবি বাবু ৪৫ বছরের সাংবাদিকতার বর্নাঢ্য জীবনে দৈনিক আমার দেশ,দৈনিক বাংলা, বাংলার বাণী,দেশ বাংলা,আজকের কাগজ, ইত্তেফাক,সমকাল,যুগান্তর,এনটিভি, চ্যানেল ওয়ান,ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।