শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
ময়না টিভি সংবাদাতাঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এম.পি বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের নেতা। ওয়ান ইলেভেনের সময় জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের অগ্রপথিক ছিলেন তিনি। তার মৃত্যুতে আওয়ামী লীগ হারালো একজন নিবেদিত প্রাণ সৈনিককে। আর দেশবাসী হারালো একজন সেবককে। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খবর বিজ্ঞপ্তির