বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
ফেনী প্রতিনিধি : শাহজাহান মজুমদার
ফেনী জেলা পরশুরামে কলেজ রোডে গাছ পড়ে ইলেকট্রিশিয়ান গোফরান নিহত পরশুরাম -সুবার বাজার সড়কে শনিবার ২০/০৩ একটার দিকে মোটরসাইকেল যোগে সুবার বাজার থেকে পরশুরাম যাওয়ার পথে কলেজ রোড পৌঁছালে ঠিকাদার ও কর্মচারি গাছ কাটার সময় মোটরসাইকেল আরোহী মুহাম্মদ গোফরান (৩৫) উপর গাছ পড়ে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরশুরাম হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোফরান পরশুরাম উপজেলার ১ নং মির্জানগর ইউনিয়ন ২নং ওয়ার্ড মধুগ্রাম এর শিশু মিয়ার পঞ্চম ছেলে।