শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
“নির্বাচনী বৈরি হাওয়া বইবার আগেই নৌকার পালে বসন্তের হাওয়া,
বীর বাঙালী নিউজ, এর সংক্ষিপ্ত জরিপের আংশিক প্রতিবেদনঃ
“আওয়ামী লীগ করে না, তবে টিপু চেয়ারম্যান কে ভালোবাসে, ফরহাদ নগরের এমন কিছু ব্যক্তিবর্গের সাথে আলাপকালে, তারা বলেন, টিপু চেয়ারম্যান মন্দের ভালো। তাদের এমন মন্তব্যঃ নির্বাচনী বৈরি হাওয়া বইবার আগেই, নৌকার পালে যেন বসন্তের হাওয়া। একজন মুক্তিযোদ্ধা কইলো, “টিপু চেয়ারম্যানের বিরোধিতা না করে তাকে সহযোগিতা করা আমাদের সকলের দরকার। একজন প্রাক্তন মেম্বার কইলো, টিপু চেয়ারম্যানের অর্জন তার কিছু মেম্বার সালিশ বাণিজ্য ও দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে। একজন প্রাক্তন এবং বয়োজ্যেষ্ঠ মেম্বার কইলো,মোশারফ হোসেন টিপু ছেলে হিসেবে মন্দ না, আমরা তাকে ভালোই বলবো, তবে তার চারিপাশে যারা ছিল, এদের একটি অংশ খারাপ। বর্তমান উনিয়ন পরিষদের মেম্বার নাম প্রকাশে অনিচ্ছুক, বেচারা অনেকটা আফসোস করে কইলো, এই টিপু চেয়ারম্যানকে দিয়ে আজ আমরা অর্থনৈতিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি,,,, অথচ সেই আমরা টিপু চেয়ারম্যান এর বিরোধিতা করি। মেম্বারদের পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা মিলিয়ে দেখলে বুঝতে পারবেন। “আমরা টিপু চেয়ারম্যানের হাত ধরে কতটুকু এগিয়ে এসেছি। কে,এম হাটের একজন ব্যবসায়ী কইলো, আগে আর পরে যারাই টিপু চেয়ারম্যানের বিরোধীতা করছেন, তারা একসময় টিপু চেয়ারম্যানের খুব কাছের লোক ছিল। তবে কারো দলা-দলির কারণে যদি ব্যবসায়ীদের ক্ষতি হয়। আমরা তাহা প্রতিহত করবো।