বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
পেকুয়া (প্রতিনিধি):কক্সবাজারের পেকুয়ায় করোনা সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুল হক,ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে পূর্বিতা চাকমা বলেন, মহামারী করোনা ভাইরাস ইতিমধ্যে সারাদেশে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়েছে । করোনার টিকা ছাড়া কোন দোকান, রেস্টুরেন্ট খোলা রাখা যাবেনা। কাজেই আমাদের সকলের সচেতন থাকতে হবে। নিজ দায়িত্বে টিকা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ বিএ,টইটং ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান বদিউল আলম, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী, রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, শিলখালী ইউপির চেয়ারম্যান এম. কামাল হোসেন, ইউপি সদস্যগণ, সাংবাদিক, ব্যবসায়ীগন।