বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার॥ ঈশ্বরদীতে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক, বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ সিকদারের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামীর আয়োজনে মঙ্গলবার বিকালে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টি এ পান্না, সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান, এড.হেদায়েত উল হক,প্রভাষক নজরুল ইসলাম মুকুল,প্রভাষক নূর মোহাম্মদ খোকন আশরাফুল আবেদীন,মাইটিভির ঈশ্বরদী প্রতিনিধি সবুজ মোল্লাহা, গ্লোবাল টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, এশিয়ান টিভির আব্দুর রউফ জোয়াদ্দার বিপুল, সাংবাদিক মামুনুর রহমান, সৌরভ কুমার দেবনাথ, জিএম দোলন, জলিলুর রহমান, রাসেল হোসাইন, বাধন হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শাহজালাল।