শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
মুনমুন আক্তার, গোপালপুর থেকে ফিরে।। গত ২৭ ফেব্রুয়ারি রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বিরোপারায় পীরে কামেল হযরত শাহসুফি গাউসুল আজম বাবা কামাল ডাক্তার নুরুজ্জামান হযরত আলীর ১০ তম খেলাফত দিবস উপলক্ষে পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। পীরে কেবলা হযরত শাহসুফি গাউসুল আজম কামাল ডাক্তার নুরুজ্জামান মাইজভান্ডারী কেবলা কাবার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরস মোবারকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার-সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সুফি-সাধক গুরুজি এস এম রাজা, গোপালপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী ও ছাত্রলীগের সাবেক সভাপতি হৃদয় ইসলাম হায়দার।
ওরস উপলক্ষে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠানে ভক্তি সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী এসএম রাজা, ডাক্তার নুরুজ্জামান ভান্ডারী, জান্নাতুল ফেরদৌস রিয়া ভান্ডারী,কাইবা ভান্ডারী, আব্দুল মমিন ভান্ডারী, শফিকুল ইসলাম ভান্ডারী, চাঁদনী প্রমূখ।প্রচুর দর্শক
শ্রোতা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করে।