বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
মোঃমনির হোসেন: পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর ০৩ নং ওয়ার্ডের মহাদেবপুর কদিমপাড়,হযরত আরফিন পীর বুড়াদেওয়ান ( রহঃ) এর মাজার শরীফে আজ ১ লা পৈহেলা বৈশাখে ১৪২৯-২০২২ইং বৃহস্পতিবার শুরু হয়েছে!
মাজারের আয়োজন বিগত ০২ বসর করনা ভাইরাস এর কারনে মাজারের কার্যক্রম বন্ধ থাকাই ও মাজারের আসে পাশে আনন্দ বিনোদন বিভিন্ন রকম বৈশাখী মেলা না বসাই মাজারে কথা অনেকেই ভুলে গেছেন বলে জানিয়েছেন মাজার কমিটি কর্তৃপক্ষ,মাজার কমিটি পক্ষ আরও জানিয়েছেন আর কোনো করনা বা আর কোন মহামারির আশংকা নাই এখন আগের মতোই প্রতি বসর এভাবেই বাৎসরিক ওরশ মহাফিল চলবে আর কোনো সমস্যা দেখা দেবেনা আশা করে,
সকল শ্রেণির সকল পেষার ছোট্ট বড় যোয়ান বৃদ্ধ সকলেই এই হযরত আলফিন পীর বুড়াদেওয়ান (রহঃ) এর মাজার শরীফে সকলেই আমন্ত্রিত,এই মাজার শরীফ সকলের জন্য অনুমুক্ত এই মাজার শরীফ সবার কারোর আসতে বা যাইতে বা থাকতে কোনো বাধা নাই কারোর কিছু বলার ওনাই এই মাজার সবার অনুমুক্ত মাজার এই বলে সকলের কছে মাজার কমিটি কতৃপক্ষ দোয়া ভালো বাসা চেয়েছেন যেন সুন্দর ভাবে সুন্দর পরিবেশ এই বৈশাখের একটি মাস সকলে মিলে আনন্দের সাথে পাড়ি দিতে পারি,সবাইকে ধণ্যবাদ, আল্লহ হাফেজ।