নিউজ ডেস্ক:
- ৭ মে, ২০২২ / ৮৫৪ বার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার টাকুই গ্রামে ইজিবাইকের ধাক্কায় তাবাচ্ছুম নামের ৪ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে সাহেবাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের
টাকুই গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাবাচ্ছুম ওই গ্রামের আবিরা বাড়ির মোঃ খলিল মিয়ার মেয়ে । জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। শিশু তাবাচ্ছুম ঘর থেকে বের হয়ে পায়ে
হেটে পার্শ্ববর্তী সাহেবাবাদ নানার বাড়ি যায়। সেখান থেকে আসার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা মারলে সে রাস্তার পাশে ছিটকে পরে। তাৎক্ষণিক শিশুটিকে এলাকাবাসীর সহায়তায় ব্রাহ্মণপাড়া মধুমতি হসপিটালে নেওয়ার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাত ১০ঘটিকায় তার নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন
করা হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।